Revolutionary democratic transformation towards socialism

আন্দোলনরত জবি’র শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়ন কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘদিন ধরে হলের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। অন্যদিকে ছাত্র ইউনিয়ন কর্মী আফসানা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের উদ্দেশে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিল বের করে। দুটো কর্মসূচিতেই পুলিশ বিনা উসকানিতে হামলা চালায়। জবির শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধু লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ নিক্ষেপ করেই পুলিশ ক্ষ্যান্ত হয়নি, শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলিও চালিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই ও বিচার দাবি করছি। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানাই। নেতৃবন্দ আরো বলেন, জবির শিক্ষার্থীরা এবং ছাত্র ইউনিয়ন কর্মীরা যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতেই নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলেছে। প্রশাসন তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিচ্ছে না। উপরন্তু পুলিশ হামলা করে আন্দোলন দমন করতে চাইছে। কিন্তু হামলা-নির্যাতন করে ন্যায়সঙ্গত দাবিতে গড়ে ওঠা আন্দোলন কখনোই দমন করা যায় না। হামলা-নির্যাতনের পথ ধরে সরকার জনগণের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু কেড়ে নিতে চাইছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সব ধরনের দমন-পীড়নের সমুচিত জবাব দিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..