বন্যায়
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গতকাল ২৯ জুলাই ২০২২ নেত্রকোনার
কলমাকান্দা সিপিবি’র কর্মসূচিতে যুবলীগের আক্রমণাত্মক বাধার কারণে সমাবেশ
পণ্ড হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির
সভাপতি কমরেড মোহাম্মাদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন
প্রিন্স আজ এক বিবৃতিতে বলেন, গতকাল ২৯ জুলাই ২০২২ শুক্রবার বেলা ২ টায়
সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটি উপজেলা সদরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
প্রতিবাদে এবং বন্যায় দুর্গতদের পুনর্বাসনের দাবিতে এক সমাবেশের আয়োজন করে।
ওই সমাবেশে পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ
সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কলমাকান্দা উপজেলা যুবলীগের আক্রমণাত্মক
বাধার মুখে সমাবেশ পণ্ড হয়ে যায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ যুবলীগের এমন হুমকিসহ অসভ্য আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সভা পণ্ড করে, হুমকি ধামকি দিয়ে কমিউনিস্টদের দমানো যাবে না। আর নিজেদের গদিও রক্ষা করা যাবে না।
বিবৃতিতে
নেতৃবৃন্দ চলমান দুঃশাসন রুখে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোট ও ভাতের
দাবিতে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।