বাংলাদশেরে কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাট্যকার ও শিক্ষাবদি ড. রতন সিদ্দিকীর বাসায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। নানা উছিলায় সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষের সহজ সরলতাকে ব্যবহার করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
নেতৃবৃন্দ বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক, রাজনীতিতে ধর্মের ব্যবহার এসব কারণে আজকে এ ধরনের সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। বিবৃতিতে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক দেশবাসীকে এ অপশক্তির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে অবিলম্বে ড. রতন সিদ্দিকীর উপর হামলাকারীদের শাস্তি প্রদান ও রতন সিদ্দিকীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।