নড়াইলের
মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার
বিশ্বাসসহ কয়েকজন শিক্ষককে পুলিশের উপস্থিতিতে নির্যাতন,লাঞ্ছনা, তিন
হিন্দু ধর্মাবলম্বী শিক্ষকের মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ
জানানো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, দোষীদের শাস্তির দাবি জানাতে বাম
গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক
অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ
সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র সাধারণ
সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা শফিউর
রহমান, বাসদ (মার্ক্সবাদী) নেতা হাসিনুর রহমান সহ বাম জোটের কেন্দ্রীয়
নেতারা আগামীকাল ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার নড়াইল যাচ্ছেন।
নেতৃবৃন্দ নড়াইলে শিক্ষক নির্যাতনের বিষয়ে জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলবেন ।
নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথেও মতবিনিময় করবেন।
পরবর্তীতে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখবেন।