সিলেট-সুনামগঞ্জসহ
বন্যা কবলিত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী
পৌঁছানো, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি ও সহায়তার দাবি জানিয়েছেন বাম
গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ সোমবার (২৭ জুন) বাম
গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটের বন্যা উপদ্রুত এলাকা
পরিদর্শন শেষে বিকেল ৩ টায় সিলেটের জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে স্থানীয়
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই দাবি জানান।
style="text-align: justify;">
বাম জোটের নেতৃবৃন্দ
এছাড়াও বন্যায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের
ব্যবস্থা করা, কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করার দাবি জানান।
মতবিনিময়কালে
নেতৃবৃন্দ হাওর অঞ্চলের অপরিকল্পিত উন্নয়ন বন্ধ করে প্রকৃতি পরিবেশ রক্ষা
করে বন্যার প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
মতবিনিময়কালে বাম জোটের কেন্দ্রীয় প্রতিনিধিদের
মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ
সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক
রাজেকুজ্জামান রতন, ইউসিএলবির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর
সদস্য নজরুল
ইসলাম, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক
বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, ওয়ার্কার্স পার্টি
(মার্কসবাদী)’র কেন্দ্রীয় সদস্য বিধান দাস।
বাম জোটের সিলেট জেলা
সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট
জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সিপিবির
বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কাস পার্টি
(মার্কসবাদী)
জেলা সভাপতি সিরাজ আহমেদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ওয়ার্কাস
পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডা. হিরধন দাস, বাসদ (মার্কসবাদী)
সদস্য সঞ্জয় কান্ত দাস।