বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ জুন ২০২২ এক বিবৃতিতে প্রবীণ কমিউনিস্ট ও কৃষক নেতা আজীবন বিপ্লবী, ভাষাসৈনিক, মৌলভীবাজারের কমরেড আব্দুল মালিক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল মালিক এর মৃত্যুতে দেশ একজন বীর সন্তানকে হারালো। মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম তথা ‘মুক্ত মানুষের মুক্ত সমাজ’ প্রতিষ্ঠায় তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। কমরেড আব্দুল মালিক মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বৃহত্তর সিলেট অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কমরেড আব্দুল মালিক এর অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ্য, আজ ১৩ জুন ভোরে কমরেড আব্দুল মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশা গ্রামের তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।