আখতার হোসেন রাজা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই সময়কালে পার্টির তিনজন প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ পার্টির প্রবীণ কমিউনিস্ট নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা, শাহ মাহবুবুর রহমান শফিক ও নীলকণ্ঠ চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা তথা মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের লড়াকু এ যোদ্ধাদের অবদান পার্টি আজীবন স্মরণ করবে। তাদের মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি তৈরি হলো। কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়ে এসকল প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে
শাহ মাহবুবুর রহমান শফিক অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি ও প্রবীণ ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি কমিউনিস্ট বীরমুক্তিযোদ্ধা কমরেড আখতার হোসেন রাজা আজ ১৩ মার্চ ২০২২ সকাল ৭. ৩০ মিনিটে ঢাকার কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের ৬ বারের সাবেক চেয়ারম্যান কমরেড শাহ মাহবুবুর রহমান শফিক ১২ মার্চ ২০২২ মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যশোর জেলার অভয়নগর শাখার প্রবীণ কমরেড ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম নেতা, শিক্ষক নীলকণ্ঠ চ্যাটার্জি গত ১১ মার্চ ২০২ মৃত্যুবরণ করেন।