আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর হাজার বছরের লড়াই সংগ্রামের এক অর্জন, এ দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। এখনো নারীকে লড়াই করতে হচ্ছে বিদ্যমান শোষণ নিপীড়নের বিরুদ্ধে, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে।
আজ ৯ মার্চ বিকেলে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সিপিবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ এন রাশেদা'র সভাপতিত্বে, কেন্দ্রীয় কমিটির সদস্য লূনা নূরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, কন্ট্রোল কমিশনের সদস্য মাহবুব আলম, পার্টির কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চক্রবর্তী, জলি তালুকদার প্রমুখ। এসময় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দেশে গণতন্ত্রহীন
পরিবেশ-সমাজে শোষণ নিপীড়ন বাড়ছে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নারী সমাজ। যার কারণে আজকে বাংলাদেশে যে কোনো সময়ের চেয়ে নারী নির্যাতন খুন-ধর্ষণ ও শিশু হত্যা ভয়াবহ আকরে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই দেশের, কোনো না কোনো প্রান্তে নারী ও শিশুরা খুন-ধর্ষণের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বিদ্যমান আইনী কাঠামোতে নারীর সমঅধিকার চরমভাবে অবহেলিত। রাষ্ট্রে বিচারহীনতা ও জবাবদিহীতার অভাব, সর্বোপরি গণতন্ত্রহীনতার কারণে নারী-নির্যাতন-শোষণ ক্রমাগত: বেড়েই চলেছে।
নেতৃবৃন্দ বলেন, নারী মুক্তির লড়াই একটি রাজনৈতিক লড়াই। নারীমুক্তির লড়াই এবং সমাজ পরিবর্তনের লড়াই সমানভাবেই অগ্রসর করতে হবে।
নেতৃবৃন্দ, নারীর প্রতি সকল শোষণ, নির্যাতন সহিংসতা বন্ধে, নারী-পুরুষের সমতার বাংলাদেশ গড়তে সমাজতন্ত্রের সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।