Revolutionary democratic transformation towards socialism

নড়াইলের সিপিবি নেতা কমরেড পলাশ কুণ্ডুর মৃত্যুতে সিপিবির শোক


কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নড়াইলে জেলার নেতা কমরেড পলাশ কুণ্ডুর মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। 

এক বিবৃতিতে সিপিবির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, নড়াইলে বামপন্থী আন্দোলনের বিকাশে কমরেড পলাশ কুণ্ডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি বামপন্থী আন্দোলনে সম্পৃক্ত হন। তিনি ছিলেন ছাত্র মৈত্রী ও যুব মৈত্রীর নড়াইল জেলার নেতা। তিনি ছিলেন দক্ষ সংগঠক। বামঐক্যের প্রক্রিয়াকে অগ্রসর করতে তিনি ওয়ার্কার্স পার্টি থেকে পদত্যাগ করে সিপিবির সঙ্গে সম্পৃক্ত হন। তাঁর ভূমিকা স্মরণীয়। তরুণ এই সংগঠকের মৃত্যুতে নড়াইলের বামপন্থী আন্দোলন ক্ষতিগ্রস্ত হলো। 

বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ প্রয়াত কমরেডের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আজ ১ মার্চ ভোরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 



Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..