Revolutionary democratic transformation towards socialism

সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ সিপিবি নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে

সদ্যসমাপ্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভায় সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মিহির ঘোষ, সদর উপজেলা সিপিবির সভাপতি কমরেড ছাদেকুল ইসলামসহ সিপিবির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এক নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

নিন্দা প্রস্তাবে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সদ্য সমাপ্ত গিদারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সিপিবি নেতৃবৃন্দের নামে রাষ্ট্রদ্রোহ, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলো সম্পূর্ণরূপে হয়রানিমূলক, অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। কাস্তে মার্কার প্রার্থী ছাদেকুল মাস্টারকে কারচুপির মাধ্যমে পরাজিত দেখানো হলেও, সিপিবি নেতৃবৃন্দের জনসমর্থনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের মদদে এই মামলা দায়ের করা হয়েছে। দেশব্যাপী ফ্যাসিস্ট কায়দার যে দুঃশাসন চলছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভয়ের সংস্কৃতি ও রাজনীতি চালু করা হয়েছে, তার আরো একটি নিদর্শন গাইবান্ধার এই ঘটনা।

নেতৃবৃন্দ আরো বলেন, মামলা-হামলার ভয় দেখিয়ে কমিউনিস্ট পার্টির সংগ্রামকে স্তব্ধ করা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলাসমূহ প্রত্যাহার করার দাবি জানান। সেই সাথে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সিপিবির সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও  সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতের দাবিও জানান নেতৃবৃন্দ।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..