মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াকু যোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরগুনা জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য আজীবন বিপ্লবী, জননেতা কমরেড আব্দুল হালিম আজ ৪ জানুয়ারি ২০২২ মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল হালিম-এর মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে বলেন, কমরেড আব্দুল হালিম শুধুমাত্র বরগুনার গণমানুষের জনপ্রিয় নেতাই ছিলেন না, তিনি বাংলাদেশের বামপন্থী ও প্রগতিশীল আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুল হালিমের মৃত্যু দেশের সমাজ প্রগতির আন্দোলনে এক অপূরণীয় ক্ষতি।
কমরেড আব্দুল হালিম ৭৩ বছর বয়সে ক্যান্সার আক্তান্ত হয়ে বিগত কয়েক মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল ৩টায় ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।