Revolutionary democratic transformation towards socialism

বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেতা ডাক্তার এম এ করিমের মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের শোক প্রকাশ

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ৪ নভেম্বর ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে এনডিএফ এর সভাপতি ও সেবা পত্রিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেতা ডাক্তার এম এ করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. এম এ করিম ছিলেন এদেশের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি শোষিত, শ্রমজীবী মেহনতি মানুষের শোষণমুক্তির লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে বামপন্থি আন্দোলন একজন আপোষহীন অকুতোভয় সৈনিককে হারালো এবং বাংলাদেশের শ্রমিকশ্রেণি একজন অকৃত্রিম বন্ধুকে হারালো।

বিবৃতিতে নেতৃবৃন্দ ডা. এম এ করিমের অসমাপ্ত কাজ শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার জন্য সকল বামপন্থি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..