Revolutionary democratic transformation towards socialism

সিপিবি নেতা কমরেড চন্দন ঘোষ আর নেই, সিপিবি’র শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, বিশিষ্ট কৃষক নেতা, বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড চন্দন ঘোষ আর নেই। আজ ১৯ আগস্ট ২০২১, সকাল ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন কিডনীসহ নানা রোগে ভুগছিলেন।

কমরেড চন্দন ঘোষের মৃত্যুতে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।

আজ এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড চন্দন ঘোষ তাঁর শৈশবকাল থেকেই এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। কৃষক আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মেহনতি মানুষের মুক্তির লড়াইকে অগ্রসর করতে তিনি সমগ্র জীবন উৎসর্গ করেছেন। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর সিপিবিতে বিলোপবাদীদের যখন আঘাত আসে, তখন বিলোপবাদীদের আঘাত থেকে পার্টিকে রক্ষা করতে রংপুর অঞ্চলে কমরেড চন্দন ঘোষ পার্টি রক্ষা করতে বুক চিতিয়ে লড়াই করেছেন। কৃষকনেতা কমরেড ছয়েরউদ্দিনের নেতৃত্বে তিনি বিলোপবাদীদের রুখে দাঁড়িয়েছিলেন এবং সফল হয়েছিলেন। তাঁর অবদান পার্টি চিরদিন স্মরণ করবে।

সিপিবির নেতৃবৃন্দ কমরেড চন্দন ঘোষের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..