আগামীকাল থেকে সারাদেশে মাসব্যাপী সিপিবি’র পদযাত্রা

Posted: 31 অক্টোবর, 2019

দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলা, বিকল্প গড়ো-এই ডাক দিয়ে আগামীকাল ১ নভেম্বর থেকে মাসব্যাপী সারাদেশের জেলা-উপজেলায় পদযাত্রা করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মাসব্যাপী পদযাত্রার প্রাক্কালে আজ ৩১ অক্টোবর এক বিবৃতিতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম দেশবাসীর উদ্দেশ্যে বলেন, গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ‘নৈশকালীন ভোটের’ প্রহসনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্র ও উন্নয়নকে মুখোমুখি দাঁড় করিয়েছে। গণতন্ত্রহীন উন্নয়নের ফলে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে। দেশের ৯৯% মানুষকে অধিকারহীন ও তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে উন্নয়নে লুটপাট, বৈষম্য-শোষণ বাড়ছে। ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। ‘উন্নয়নের প্রসব বেদনা’ বলে আখ্যায়িত করে ৯৯% মানুষের ওপর জুলুম চাপিয়ে দেয়া হয়েছে। ক্ষমতার খেলার অংশ হিসেবে শাসকশ্রেণি নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছে। পরিস্থিতির সুযোগ নিয়ে সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠী আঘাত হানার পাঁয়তারা করছে। নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, এই দুঃসহ ও বিপজ্জনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হঠানো এবং শাসকশ্রেণির দ্বি-দলীয় গণবিরোধী দেউলিয়া রাজনীতির বিপরীতে বিকল্প রাজনীতির উত্থান ঘটানো। প্রয়োজন ‘গদি-নীতি-ব্যবস্থার’ পরিবর্তন। সেজন্য শক্তিশালী করতে হবে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে। নেতৃবৃন্দ দুঃশাসন, ফ্যাসিবাদ মোকাবেলায় শ্রেণিসংগ্রাম, গণসংগ্রাম ও গণজাগরণ গড়ে তোলার জন্য সিপিবি’র পদযাত্রায় অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।