গণহত্যা দিবসে সিপিবি’র আলোর মিছিল মুক্তিযদ্ধের চেতনা বাস্তবায়নে ৭১’র মত ঐক্যবদ্ধ হন ৩০ লাখ শহীদের স্বপ্নসাধ বাস্তবায়নের শপথ -মুজাহিদুল ইসলাম সেলিম

Posted: 25 মার্চ, 2017

আজ ২৫ মার্চ গণহত্যা দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র উদ্যোগে রাজধানীতে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের মুক্তিভবন থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন-এ গিয়ে শেষ হয়। আলোর মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামকে ধ্বংস করতে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী অর্তকিত হামলা করে ঢাকায় ছাত্র-পুলিশ-বস্তিবাসীসহ অসংখ্য নিরীহ ঘুমন্ত মানুষকে হত্যা করেছিল। তারা মুক্তিযুদ্ধের ৯ মাসে ত্রিশ লাখ মানুষকে হত্যা করেছে, কিন্তু বিজয় ঠেকিয়ে রাখতে পারেনি। আজ ৩০ লাখ মানুষের রক্তে পাওয়া বাংলাদেশ শাসক গোষ্ঠীর লুটপাট আর ভ্রান্তনীতির কারণে জন্মকালীন চেতনা থেকে অনেক দূরে। জাতীয়তাবাদ-সমাজতন্ত্র-গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার থেকে দূরে সরে গেছে শাসকগোষ্ঠী; সমাজতন্ত্র নির্বাসিত; গণতন্ত্র হরণ করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানে জেকে বসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যোগসাজশে শিক্ষাব্যবস্থা ও পাঠ্যসূচি সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। সিপিবি সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কণা পরিমাণ ছাড় দেয়ার সুযোগ নেই। আজকে যারা সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনা জলাঞ্জলি দিচ্ছে তাদের ভূমিকা স্বাধীনতার চেতনার পরিপন্থী। কমরেড সেলিম ৭২’র সংবিধানের মূল চেতনায় ফিরে আসার আহবান জানিয়ে বলেন, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার বাস্তবায়িত না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। তিনি দেশের বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে একত্রিত হয়ে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭১’র চেতনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করার আহবান জানান। আলোর মিছিলে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলম, কাফি রতন, অ্যাড. সোহেল আহমেদ, ডা. সাজেদুল হক রুবেল, সাদেকুর রহমান শামীম, কে এম রুহুল আমিন, মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর, ঢাকা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন-এ গিয়ে শেষ হয়। ‘আলোর মিছিল’ শেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ৭১’র মত ঐক্যবদ্ধ হয়ে ৩০ লাখ শহীদের স্বপ্ন বাস্তবায়নের জন্য উপস্থিত নেতা-কর্মীদের শপথ করান সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।