আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লি. কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও

Posted: 23 নভেম্বর, 2016

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বারবার অগ্নিকাণ্ড ও ভবন ধ্বসে শ্রমিক হতাহতে তীব্র নিন্দা জানিয়ে বলেন, লুটেরা পুঁজিপতি মালিকগোষ্ঠীর অধিক মুনাফার লোভের স্বীকার হয়ে হাজার হাজার শ্রমিককে অকালে জীবন দিতে হচ্ছে। পঙ্গু হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। গতকাল ২২ নভেম্বর আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লি. নামক কারখানায় শ্রম আইন অমান্য করে কারখানা ও শ্রমিকদের পরিচালনা করা এবং অত্র কারখানাতে শিশু শ্রমিকদের কাজ করানো অধিক মুনাফা লোভেরই বহিঃপ্রকাশ। তাজরীণ গার্মেন্টেসের ৪র্থ বার্ষিকীর ২ দিন পূর্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কারখানা ও শ্রমিকদের পরিচালনার জন্য নিরাপত্তামূলক আইনসহ যেসব আইন কানুন রয়েছে মালিকরা তা মেনে চলেন না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘুষ দুর্নীতির স্বীকার হয়ে দায়িত্ব পালন করছেন না। ফলে বারবার হাজার হাজার শ্রমিককে অকালে জীবন দিতে হচ্ছে। সম্পদ ধ্বংস হচ্ছে। শ্রমিক, শিল্প ও জাতীয় অর্থনীতি হুমকীর মুখে পড়ছে। এমতাবস্থায় সিপিবি নেতৃবৃন্দ কালার ম্যাক্স (বিডি) লি. কারখানার হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। একইসাথে দেশের সকল শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হয়ে জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।