শিশু আছিয়ার মৃত্যুতে সারাদেশে সিপিবির শোক দিবস পালন

Posted: 15 মার্চ, 2025

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরার নির্যাতিতা শিশু আছিয়ার মৃত্যুতে আজ ১৫ মার্চ ২০২৫, শনিবার পূর্ব ঘোষণা মোতাবেক সারাদেশে শোক দিবস পালন করে।

পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকশত নেতাকর্মীর উপস্থিতিতে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সকাল ১০টায় কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবস পালনের কর্মসূচি সূত্রপাত করেন। এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে জেলা ও উপজেলা কার্যালয়েও কালো পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়াও আজ বিকেল ৪টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি অনুষ্ঠিত হবে। শোক র‌্যালিতে অন্যান্য বাম প্রগতিশীল সংগঠন ও নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।