মনজুরুল আহসান খানের সিপিবির সদস্য পদ বাতিল

Posted: 15 জুলাই, 2024

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ১২ ও ১৩ জুলাই ২০২৪ এ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসান খানের সদস্যপদ বাতিল করা হয়।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির শৃঙ্খলাজনিত কারণে মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি ও সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ওই সময় এই সিদ্ধান্ত হয় যে, তিনি এই সময়ে পুনরায় পার্টির শৃঙ্খলা ভঙ্গের কাজ করলে তার সদস্যপদ বাতিল করা হবে।

এ সময়কালে মনজুরুল আহসান খান ধারাবাহিকভাবে পার্টির শৃঙ্খলা ভঙ্গ করেন।