বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বংশাল রোডের মিরনজিল্লা হরিজনপল্লীতে পুলিশের উপস্থিতিতে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ শত শত বছর ধরে বসবাসরত হরিজনপল্লীর জনগোষ্ঠীর ভূমির অধিকার প্রতিষ্ঠাসহ স্থায়ী আবাসনের নিশ্চয়তার দাবি জানান।
নেতৃবৃন্দ হরিজনদের ওপর দফায় দফায় হামলা, আহত ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে হরিজনদের উচ্ছেদ প্রচেষ্টা বন্ধ করতে হবে। হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন বরাদ্দের নামে উচ্ছেদ তৎপরতা উদ্দেশ্যপ্রণোদিত। নেতৃবৃন্দ পুলিশের উপস্থিতিতে হরিজনদের ওপর হামলাকারী স্থানীয় কাউন্সিলর ও তার সন্ত্রাসীদের বিচার দাবি করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ হরিজনপল্লীতে উচ্ছেদ অভিযান ও হামলা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।