বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে পঞ্চগড় জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির অন্যতম সদস্য সম্পাদক কমরেড অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর বিপ্লবী কর্মময় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এরশাদ হোসেন সরকার দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, কমরেড এরশাদ হোসেন সরকার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পঞ্চগড় জেলা কমিটির সাবেক সভাপতি, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা নাগরিক কমিটির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বিপ্লবীকে হারালো।