শ্রমিকনেতা কমরেড এনামুল হকের শোকসভায় তাঁর দেখানো পথে সমাজ পরিবর্তনের সংগ্রাম এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
মেহনতি মানুষের মুক্তি-সংগ্রামের অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী জেলা কমিটির কমিটির সভাপতি, প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড এনামুল হক-এর শোকসভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ মে ২০২৩, বুধবার, বিকেল পাঁচটায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভার শুরুতে সিপিবির নেতৃবৃন্দ-কমরেড এনামুল হক এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মাদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাগিব আহসান মুন্না, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য শ্রমিকনেতা রুহুল আমিন এবং কমরেড এনামুল হকের সন্তান মোমিনুল হক। সভা পরিচালনা করেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন।
শোকসভায় সভাপতির বক্তব্যে কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, কমরেড এনামুল হক ছিলেন একজন আজীবন বিপ্লবী। সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা, সর্বোপরি এদেশের শ্রমিক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের এক লড়াকু সৈনিক। এমন বিপ্লবী’র কখনো মৃত্যু হয় না। কমরেড এনামুল হক তার কর্ম এবং আদর্শের মাঝে বেঁচে থাকবেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, কমরেড এনামুল হক শোষণমুক্ত সমাজ নির্মাণের স্বপ্ন আজীবন লালন করেছেন। তিনি ছিলেন খুবই স্পষ্টভাষী। তার সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে অবিচল থাকার মধ্য দিয়ে আমরা তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারবো।
বক্তারা আরো বলেন, কমরেড এনামুল হকের দেখানো পথে এদেশের শ্রমিক মেহনতি মানুষের লড়াই সংগ্রাম অগ্রসর করে বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ আমরা গড়বোই। এনামুল হকের প্রতি এটাই আমাদের অঙ্গিকার।
বক্তারা বলেন,আজীবন বিপ্লবী কমরেড এনামুলের মৃত্যুতে শ্রমিক-মেহনতি মানুষ তাঁর প্রিয় বন্ধুকে হারাল। তার মৃত্যুতে পার্টির ও মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও মানুষের মুক্তির সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।