Revolutionary democratic transformation towards socialism

দমন পীড়ন, হামলা-মামলার প্রতিবাদে ৭ সেপ্টেম্বর ঢাকায় বাম জোটের সমাবেশ

'দমন পীড়ন হামলা-মামলা, গুম, খুনসহ রাষ্ট্রীয় সন্ত্রাস এর প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর বুধবার ঢাকায় সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট’।

আজ ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি'র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)' এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী)'র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা আমেনা আক্তার, সিপিবি'র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।

সভায় খুলনার দাকোপ উপজোলার বানিশান্তায় ৩০০ একর তিন ফসলী কৃষি জমিতে মোংলা বন্দরের ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।

সভায় সম্প্রতি দমন পীড়ন, পুলিশী হত্যা, সভা সমাবেশে সরকারি দলের হামলা-মামলায় উদ্বেগ প্রকাশ করে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 

সভায় জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের মূল্য, যাতায়াত ভাড়া কমানো, বিদ্যুত-গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..