Revolutionary democratic transformation towards socialism

লুটেরা সিন্ডিকেটকে উচ্ছেদ করেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে


বেতিয়ারা শহীদ দিবসের আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ আজ লুটেরা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। ক্ষমতাসীন সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষরফা করে অন্যদিকে লুটেরা সিন্ডিকেটকে তোষণ করছে।

আজ ১১ নভেম্বর বেতিয়ার শহীদ দিবসে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার বেতিয়ারায় সম্মুখ সমরে নিহত ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ আজ উল্টোপথে হাটছে। মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে বাঁচাতে হলে আজ সাম্প্রদায়িকতাকে যেমন মোকাবিলা করতে হবে, তেমনি লুটেরা সিন্ডিকেটকেও উচ্ছেদ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এগিয়ে নিতে এদেরকে উচ্ছেদের কোনো বিকল্প নেই। এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।

আজ ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে সকালে বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে সকালে সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিপিবি কেন্দ্রীয় কমিটি, কুমিল্লা জেলা কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, নোয়াখালী জেলা কমিটি, চট্রগ্রাম জেলা কমিটি, ফেনী জেলা কমিটি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..