
আজ ৩১ ডিসেম্বর ২০২০, পোস্তাগোলা শশ্মানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে এবং সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেলে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগ কমরেড মণি সিংহ স্মরণে ভার্চুয়াল সভায় উপরোক্ত বক্তব্য প্রদান করা হয়।
পোস্তাগোলা শশ্মানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাজেদুল হক রুবেল, পার্টি সূত্রাপুর থানার সভাপতি আবু তাহের বকুল, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, যুব নেতা গোলাম রাব্বী খান, নুরুল ইসলাম গাজী প্রমুখ।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিকেলে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক এম এম আকাশ। সভা পরিচালনা করেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।
বর্তমান পরিস্থিতিতে নীতিহীন লুটপাটের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। দেশে শ্রমজীবী মেহনতি মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা দেশকে মহা সংকটের দিকে নিয়ে গেছে। দেশের বর্তমান সংকট কাটাতে রাজনীতির আদর্শবাদী ধারাকে অগ্রসর করতে হবে। কমরেড মণি সিংহের আদর্শকে শক্তিশালী করা ছাড়া মানুষের মুক্তি ঘটবে না।
সভায় বক্তারা বলেন, আজীবন ত্যাগের মধ্য দিয়ে কমরেড মণি সিংহ এ দেশে আদর্শিক রাজনীতির যে বীজ বপন করেছিলেন, তার ভিত্তিতে শোষণমুক্তির সংগ্রাম অগ্রসর করতে হবে। কমরেড মণি সিংহের স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।