Register or Login
বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবিতে আগামীকাল রাজপথে-মহাসড়কে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান
Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও দাম কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে রাজপথে-মহাসড়কে অবস্থান কর্মসূচি পালিত হবে। সিপিবি-বাসদ জোটের পক্ষ থেকে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ও সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহম্মদ সারাদেশের সর্বস্তরের জনসাধারণকে আগামীকালের রাজপথ-মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সফল করে সরকারকে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করার আহ্বান জানান। নারায়ণগঞ্জের কাঁচপুরে সিপিবি সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহম্মদ ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও বাসদ নেতা জুলফিকার আলী নরসিংদীর বারৈচা, গাজীপুর চৌরাস্তায় সিপিবি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লাভলু ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি কেন্দ্রীয় নেতা রুহীন হোসেন প্রিন্স খুলনার রুপসা ব্রীজ এলাকায়, বাসদের কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলু, এ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু ও সিপিবি নেতা জিন্নাতুল ইসলাম বগুড়ার চৌরাস্তায়, সিপিবি কেন্দ্রীয় নেতা রাগিব আহসান মুন্না, ইসমাইল হোসেন, বাসদ নেতা নবকুমার কর্মকার সিরাজগঞ্জের কড্ডা মোড়ে, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল ও বাসদ নেতা খালেকুজ্জামান লিপন আশুলিয়াস্থ বাইপাইল মোড়, সিপিবি নেতা আব্দুল্লাহ কাফী রতন কুমিল্লার চান্দিনায়, রংপুরের মিঠাপুকুরে সিপিবি নেতা শাহাদাৎ হোসেন, শাহীন রহমান ও বাসদ নেতা আব্দুল কুদ্দুস, দিনাজপুরের ১০ মাইলে সিপিবি নেতা আলতাফ হোসাইন ও বাসদ নেতা সরোয়ার হোসেন ক্লিপটন, পঞ্চগড়ের বোদায় সিপিবি নেতা আশরাফুল আলম ও বাসদ নেতা স্বাধীন, গাইবান্ধার পলাশবাড়ীতে সিপিবি নেতা মিহির ঘোষ ও বাসদ নেতা গোলাম রব্বানী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিপিবি নেতা পিযুষ চক্রবর্তী ও বাসদ নেতা এ্যাডভোকেট জুনায়েদ আহম্মেদ, ফেনীর মহিপালে বাসদ নেতা ডা. হারাধন চক্রবর্তী ও সিপিবি নেতা এ্যাডভোকেট ফয়জুল হক মিল্কী, মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে সিপিবি নেতা এ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু ও বাসদ নেতা আহসান হাবিব বুলবুল, জয়পুরহাটের চৌরাস্তায় সিপিবি নেতা বদিউজ্জামান ও বাসদ নেতা অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নওগাঁর মুক্তিমোড়ে বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল ও সিপিবি নেতা এ্যাডভোকেট মহসীন রেজা, ফরিদপুরের রাজবাড়ী মোড়ে সিপিবি নেতা রফিকুজ্জামান লায়েক ও বাসদ নেতা অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, যশোরে দড়াটানা মোড়ে সিপিবি নেতা আবুল হোসেন ও বাসদ নেতা শাহজাহান আলী, ঝিনেদায় সিপিবি নেতা রবি খোকন ও বাসদ নেতা এ্যাডভোকেট আসাদুর রহমানসহ নেতৃবৃন্দ সারাদেশের ৬৪ জেলার বিভিন্ন রাজপথে সড়ক-মহাসড়কে অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দিবেন। বার্তা প্রেরক বজলুর রশীদ ফিরোজ

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..

© Copyright Communist Party of Bangladesh 2019. Beta