Revolutionary democratic transformation towards socialism

ইরাকে হামলা চালিয়ে কাশেম সোলায়মানীকে বর্বরভাবে হত্যায় সিপিবি’র নিন্দা

ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলায়মানী, ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিসসহ ৭ জনকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সমস্ত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বর্বরভাবে হত্যা করার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম নিন্দা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলের ভূরাজনৈতিক ও যুদ্ধবাজ রণকৌশল যখন পিছু হটছে এবং পরাজিত হচ্ছে তখন এই কাপুরুষোচিত হামলা ও হত্যাকাণ্ড পরিচালিত হলো। যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ-সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। একইসাথে এই হামলা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন। দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের হামলা-হত্যা-হস্তক্ষেপ জাতিসংঘের আইন ও বিধির সাথে সাংঘর্ষিক। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদী নীতিকে যারা প্রতিরোধ করছে, সিপিবি তাদের প্রতি সংহতি জানাচ্ছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..