Revolutionary democratic transformation towards socialism

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আসনে কাস্তে মার্কার প্রার্থীর পক্ষে সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের গণসংযোগ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম আজ ১৯ ডিসেম্বর ২০১৮, বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে শাহীন খানের পক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। তিনি গতকাল সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের কাস্তে মার্কার প্রার্থী ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের কাস্তে মার্কার প্রার্থী শাহরিয়ার মো. ফিরোজের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। এসময় মোহাম্মদ শাহ আলম বলেন, ‘ভিশন-মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়ন করতে কাস্তে মার্কার প্রার্থীরা নির্বাচনী সংগ্রামে নেমেছে। শোষণ-বৈষম্যহীন ইনসাফের সমাজ গড়াই আমাদের লক্ষ্য। এটি বাস্তবায়ন করতে গেলে প্রচলিত ‘ব্যবস্থার বদল’ করতে হবে। তিনি গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ে দুর্নীতি-লুটপাট-দলীয়করণ-রাষ্ট্রীয় সন্ত্রাস-জনদুর্ভোগ লাঘব-ধনী-গরিবের বৈষম্য নিরসন করতে মহাজোট-জোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান। এসময় কাস্তে মার্কার প্রার্থী ছাড়াও সাজেদুল ইসলাম, আব্দুল মালেক, ইছহাক আলী মামুন, সিএম তারেক, মোহাম্মদ আদর প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন অঞ্চলে কাস্তে মার্কার প্রার্থীদের প্রচারে বাধা ও হামলা অব্যাহত সিরাজগঞ্জ-৩ : সিরাজগঞ্জ-৩ আসনে বাম গণতান্ত্রিক জোট মনোনীত সিপিবি’র প্রার্থী মোস্তফা নুরুল আমিন নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর এলাকা থেকে কাস্তে মার্কার সব পোস্টার ছিঁড়ে ফেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। নেত্রকোনা-১ : গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা/৯:৩০ মিনিটে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের খাগযিয়া মাছিম গ্রামে সিপিবি’র কমরেড রেইজি আক্তারের বাড়ি ভাংচুর করে স্থানীয় সরকারি দলের সন্ত্রাসীরা। তিনি কাস্তে মার্কার বাম জোটের প্রার্থী আলকাস উদ্দিন মীর-এর প্রচার কাজে নিয়োজিত। এসব অঞ্চলে কাস্তে মার্কার পক্ষে মিছিলে বাধা দেওয়া হয়, পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এসব অঞ্চলে কাস্তে মার্কার পক্ষে প্রচার অফিস নিতে বাধাগ্রস্ত করা হচ্ছে। এসব বাধার বিষয়ে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারকে অবহিত ও অভিযোগ দাখিল করা হয়েছে। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বিভিন্ন এলাকায় কাস্তে মার্কার প্রচারে নিয়োজিত নেতাকর্মীদের ওপর হামলা, প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হুমকি দেখিয়ে হামলা করে কমিউনিস্টদের কণ্ঠরোধ করা যাবে না।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..