Register or Login
কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসন রুখে দাঁড়ানোর আহ্বান বাম-গণতান্ত্রিক বিকল্প ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে আজ ১১ সেপ্টেম্বর থেকে সিপিবির দেশব্যাপী ‘দাবি পক্ষ’
Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
আওয়ামী লীগ, বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর থেকে দেশবাসী দাবিপক্ষ পালিত হচ্ছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। জনসভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা, হাটসভা, পথসভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ‘দাবি পক্ষ’ পালিত হবে। অবাধ-নিরপেক্ষ-অর্থবহ ও অংশগ্রহণমূলক নির্বাচন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া; নির্বাচনকালীন নিরপেক্ষ-তদারকি সরকার নিশ্চিত; জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন; সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচনী ব্যবস্থা সংস্কার; অর্থ, পেশিশক্তি, কারসাজি ও সাম্প্রদায়িকতামুক্ত নির্বাচন নিশ্চিত; জামানত ৫ হাজার টাকা ও নির্বাচনী ব্যয় ৩ লাখ টাকা নির্ধারণ; স্বৈরতান্ত্রিক প্রবণতা-গণতন্ত্রহীনতা, ভীতি ও আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা বন্ধ; গুম-খুন বন্ধসহ জনগণের আশু ও জরুরি নানা দাবি ‘দাবি পক্ষে’র কর্মসূচিতে তুলে ধরা হবে। ‘দাবি পক্ষ’ উপলক্ষে বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার ও লিফলেট প্রকাশ করা হয়েছে। সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে ‘দাবি পক্ষে’র কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার হুমকির মুখে পড়েছে। নির্বাচনের নামে শাসকশ্রেণি প্রহসন ও তামাশা সংগঠিত করে চলেছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের ভাত ও ভোটের অধিকার খর্বিত হয়েছে ন্যাক্কারজনকভাবে। উন্নয়নের নামে শাসক দলের সীমাহীন লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত দেশ। মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহ রুদ্ধ। কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট দেশ। সরকারের ফ্যাসিবাদী প্রবণতা বাড়ছেই। এই অবস্থা থেকে মুক্তি পেতে তীব্র লড়াই গড়ে তুলতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান আওয়ামী লীগের দুঃশাসন থেকে জনগণ মুক্তি চায়। এক দুঃশাসনের বদলে আরেক দুঃশাসন সংকটের কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না। তাই আদর্শবাদী রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসাতে হবে। তাই আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প ধারাকে শক্তিশালী করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..

© Copyright Communist Party of Bangladesh 2019. Beta