Register or Login
সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বর্তমান সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখান ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি
Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখান, ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন ও নির্বচন কমিশনের পদত্যাগ দাবি বাম গণতান্ত্রিক জোটের। আজ ২ আগস্ট ২০১৮, সকাল ১১টায়, মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাম জোটের নেতৃবৃন্দ এ কথা জানিয়েছেন। নেতৃবৃন্দ, গত ৩০ জুলাই তিন সিটি নির্বাচন এবং এর পূর্বে অনুষ্ঠিত খুলনা ও গাজীপুরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, জনগণের ম্যানডেটবিহীন জাতীয় সংসদ ভেঙ্গে দেওয়া এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ করে কমিশন পুনঃগঠনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোট এর বর্তমান সম্বন্বয়ক কমরেড সাইফুল হক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট এর শীর্ষ নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ-এর অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাসদ মনোনীত মেয়র প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. এ কে আজাদ, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. মুরাদ মোর্শেদ, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু ও কাজী রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংযুক্তি : সংবাদ সম্মেলনের বক্তব্য বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পর্কে বাম গণতান্ত্রিক জোট আহুত সংবাদ সম্মেলনের বক্তব্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন। ৩০ জুলাই ২০১৮ অনুষ্ঠিত বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমাদের বক্তব্য এবং আমাদের জোটভুক্ত দলসমূহের মেয়র প্রার্থীদের অভিজ্ঞতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা অবগত আছেন যে সীমাহীন অনিয়ম, জালিয়াতি, ভোট ডাকাতি, কেন্দ্র দখল, বিরোধী দলীয় পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেয়া, সন্ত্রাস, মাস্তানী, গুণ্ডামী, মেয়র প্রার্থীর উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গেল ৩০ জুলাই বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনী মহড়া শেষ হয়েছে। নির্বাচন কমিশন অঙ্গীকার করেছিল যে খুলনা ও গাজীপুরের তুলনায় এই তিনটি সিটি কর্পোরেশনে ভাল নির্বাচন হবে। নির্বাচন কমিশন তাদের কথা রাখেনি। এসব সিটি কর্পোরেশনেও আবার নির্বাচনী তামাশা অনুষ্ঠিত হল। নির্বাচন কমিশন ভোটারদের নিরাপত্তা দূরের কথা বরিশালে বাসদ এর মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। বরিশাল সদর গার্লস স্কুল কেন্দ্রে সরকার দলীয় প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় জাল ভোট হাতে নাতে ধরে ফেলায় নৌকার ব্যাজ পড়া সন্ত্রাসীদের হামলায় ভোট কেন্দ্রেই তিনি আহত হন। রিটার্নিং কমকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেও কোনো ফল পাওয়া যায়নি। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চর দখলের মত প্রায় সকল ভোট কেন্দ্রই সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা দখল করে নেয়। বিস্ময়ের ব্যাপার হচ্ছে সকাল ১০/১১টার পর থেকে বরিশালে মেয়র প্রাথীদের ব্যালট বই পাওয়া যায়নি। ব্যালট বই এর উপর দখল নিয়ে নিয়েছিল সরকার দলীয়রা। দায়িত্বরত প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বরিশালবাসীকে ভোটের নামে এই প্রহসন দেখতে হল। বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, সিপিবি প্রার্থী এ. কে. আজাদসহ অপরাপর মেয়র প্রার্থীরা

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..

© Copyright Communist Party of Bangladesh 2020. Beta