Revolutionary democratic transformation towards socialism

কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীতে সিপিবির শ্রদ্ধা মহামতি কার্ল মার্কস ছিলেন মানবমুক্তির সংগ্রামের পথ প্রদর্শক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে কাল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপনের প্রাক্কালে মহান এই চিন্তক, দার্শনিক এবং মানবমুক্তির লড়াইয়ের পথপ্রদর্শকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানবমুক্তির সংগ্রামে মহামতি কার্ল মার্কস ছিলেন উজ্জ্বল বাতিঘর এবং পথপ্রদর্শক। দর্শন, অর্থশাস্ত্র এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লবী চিন্তার প্রয়োগ ঘটানোর পাশাপাশি তিনি সমাজপ্রগতির বিপ্লবী সংগ্রামকে দিয়েছেন বিপ্লবী পথনির্দেশনা। দর্শনের জটিল জগতকে তিনি মানুষের বিপ্লবী কর্মকা-ের উপযোগী করে গড়ে তুলেছিলেন। শ্রমিক শ্রেণির লড়াইকে অগ্রসর করার মধ্য দিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের মুক্তির যে দিশা দেখিয়েছেন কার্ল মার্কস, আজো তা দুনিয়ার মুক্তিকামী মানুষকে লড়াইয়ের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মার্কস মেহনতি মানুষের সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি, শ্রেণিবিভক্ত সমাজে শ্রমিকশ্রেণির হাতে তাদের মতাদর্শিক হাতিয়ার তুলে দিয়েছেন। প্রচলিত সমাজব্যবস্থার বিশ্লেষণ, বিপ্লবী তত্ত্ব নির্মাণ, দর্শনকে মানুষের জন্য কাজে লাগানোর মধ্য দিয়ে মার্কস দুনিয়ার একজন একজন শ্রেষ্ঠ চিন্তক ও দার্শনিক হিসেবে সর্বমহলে স্বীকৃত হয়েছেন। এমনকী মার্কসের বিরোধিতাকারীরাও তার অবদান অস্বীকার করতে পারেনি। নানা কৌশলে তারা মার্কসবাদকে আক্রমণ করলেও, একজন চিন্তক ও দার্শনিক হিসেবে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। নানা অপপ্রচার স্বত্ত্বেও সারা দুনিয়ার মানুষ বিবিসির অনলাইন জরিপে সহস্্রাব্দের শ্রেষ্ঠ চিন্তক হিসেবে কার্ল মার্কসকেই নির্বাচিত করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, কার্ল মার্কস তার জন্মের দুইশ বছর পরে আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। পুঁজিবাদ আজ যখন মুক্তবাজার অর্থনীতি, উদারনীতিবাদ, বিশ্বায়নের নামে নতুন নতুন চেহারায় তাদের শোষণ চালিয়ে যাচ্ছে, সেসময় কার্ল মার্কস আরো প্রাসঙ্গিক হয়ে উঠছেন। কার্ল মার্কসের বিপ্লবী জীবন ও তার দেখানো পথ থেকে শিক্ষা নিয়ে শোষণহীন ‘মুক্ত মানুষের মুক্ত সমাজ’ প্রতিষ্ঠার সংগ্রামকে অগ্রসর করার মধ্য দিয়ে কার্ল মার্কসের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। সেই লক্ষ্যে কার্ল মার্কসের দ্বিশততম জন্মবার্ষিকীর প্রাক্কালে নেতৃবৃন্দ বিশ্ববাসী ও বাংলাদেশের মেহনতি মানুষের প্রতি পুঁজিবাদবিরোধী লড়াই সংগ্রামকে আরো বেগবান করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..