Revolutionary democratic transformation towards socialism

ঢাকা হবে হাইস্পিড ওয়াইফাই জোনের নগরী

আজ সকাল ১১:০০ টায় “বাসযোগ্য ঢাকা চাই” আন্দোলনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী নির্বাচনী প্রচারণা তেজগাঁও নাবিস্কো মোড় থেকে শুরু হয়। এরপর টাঙ্গাইল বাসস্ট্যান্ড মোড়, মহাখালী, নাখালপাড়া সংলগ্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় মেয়র প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নানসহ বাসদ, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে মহাখালী চৌরাস্তায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী তাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার মাধ্যমে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার সুযোগ দিতে আহ্বান জানান। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলারও অঙ্গিকার করেন। এছাড়া বিকেল ৫:০০ টা থেকে রাত অবধি কাফরুল, ইব্রাহিমপুর, ভাসানটেক এলাকায় গণসংযোগ করেন আবদুল্লাহ আল ক্বাফী। এসময় সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, রাসেল ইসলাম সুজন, শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। গণসংযোগকালে আবদুল্লাহ আল ক্বাফী ঢাকাকে বাসযোগ্য মানবিক নগর হিসেবে গড়ে তোলার বিভিন্ন অঙ্গিকারের পাশাপাশি ঢাকাকে দ্রুতগতির ইন্টারনেট সমৃদ্ধ ওয়াইফাই জোনের নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেন। বার্তা প্রেরক খান আসাদুজ্জামান মাসুম সমন্বয়ক মিডিয়া সেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী’র নির্বাচন পরিচালনা কমিটি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..