Register or Login
৩০ নভেম্বর হরতালের সমর্থনে প্রচারাভিযান ‘মূল্যবৃদ্ধির সরকারে’র বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলবে
Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আহূত আগামী ৩০ নভেম্বর, বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের (সকাল ৬টা থেকে দুপুর ২টা) সমর্থনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত প্রচারাভিযানে বামপন্থি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। সরকারের ভুল ও গণবিরোধী নীতি ও পদক্ষেপের খেসারত দিতে হচ্ছে জনগণকে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এখনই রুখে দাঁড়াতে হবে। না হলে বিপদ আরও বাড়বে। ‘মূল্যবৃদ্ধির সরকারের’ বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলবে। হরতালের সমর্থনে আয়োজিত প্রচারাভিযানের শুরুতে আজ ২৬ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হক ও সিপিবির সহকারি সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন। নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীতি, অপচয়, লুটপাট, ব্যাক্তিমালিকানাধীন বিদ্যুৎ ব্যবসায়ীদের মুনাফার জন্য দফায় দফায় বাড়ছে বিদ্যুতের দাম। এমনিতেই চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ফলে তরল জ্বালানি দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম কমানো সম্ভব। সরকার কথায় কথায় বলে, আমরা দাম বাড়াই না, মুল্য সমন্বয় করি মাত্র। কিন্তু এক্ষেত্রে বিশ্ব বাজারের তেলের দামের সাথে সমন্বয় করতে দেখা গেল না। অথচ জ্বালানি বিশেষজ্ঞরা হিসাব করে দেখিয়েছেন, জ্বালানি তেলের দাম কমার সাথে সমন্বয় করলে বিদ্যুতের দাম কমানো সম্ভব। সরকারের গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ৩০ নভেম্বরের হরতাল সফল করতে রাজপথে নেমে আসার জন্য নেতৃবৃন্দ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে হরতালের সমর্থনে জাতীয় প্রেসক্লাব থেকে প্রচারাভিযান শুরু হয়। গুলিস্তান, নবাবপুর হয়ে প্রচারাভিযানটি পুরানা পল্টনে এসে শেষ হয়। এদিকে আজ সকালে হরতালের সমর্থনে কমলাপুর রেল স্টেশন, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দিলকুশা, পুরানা পল্টনে প্রচারাভিযান বের হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..

© Copyright Communist Party of Bangladesh 2019. Beta