Register or Login
নিসর্গবিদ দ্বিজেন শর্মার মৃত্যুতে সিপিবি’র গভীর শোক প্রকাশ
Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে প্রকৃতি ও নিসর্গবিদ, বিজ্ঞানলেখক দ্বিজেন শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ছোটবেলা থেকেই দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতি-প্রেমিক। বৃক্ষ, অরণ্য আর প্রকৃতির সঙ্গে তাঁর ছিল বিশেষ সখ্য। প্রাণ ও প্রকৃতির সংরক্ষণে, প্রকৃতির বৈচিত্র্য সন্ধানে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রকৃতিবান্ধব শহর গড়ে তোলার জন্যও তিনি আজীবন প্রচার চালিয়েছেন। যে রুশ সাহিত্য মানুষকে সমাজ পরিবর্তনের লড়াইয়ে অনুপ্রাণিত করেছে, সেই রুশ সাহিত্যকে এ দেশের মানুষের কাছে তুলে ধরতে অনুবাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, সিপিবির শুভানুধ্যায়ী হিসেবে দ্বিজেন শর্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ব্যতিক্রমী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সনLogin to comment..
New user? Register..

© Copyright Communist Party of Bangladesh 2019. Beta