Revolutionary democratic transformation towards socialism

সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করা কাঙ্ক্ষিত নয় - সিপিবি

নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করাকে কাঙ্ক্ষিত নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ২৮ জানুয়ারি সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে বলেছেন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের উদ্দেশে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এমন ব্যক্তিদের নাম সুনির্দিষ্ট করা সার্চ কমিটির দায়িত্বের মধ্যে পড়ে। নাম জমা দেওয়া রাজনৈতিক দলের দায়িত্ব নয়। নেতৃবৃন্দ আরো বলেন, রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে, সেসব নাম নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। এর ফলে নির্বাচন কমিশনের জন্য দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ হতে পারে। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সিপিবি’র নেতৃবৃন্দ এসব বিষয়ে সতর্ক থাকার কথা বলেছিলেন। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ আরো বলেন, সার্চ কমিটির কর্মকাণ্ড যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। সার্চ কমিটি প্রশ্নবিদ্ধ হলে, নির্বাচন কমিশনও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে সিপিবি কোনো নাম জমা দেবে না বলে বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ উল্লেখ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..