Revolutionary democratic transformation towards socialism

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ’র মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, এক বিবৃতিতে  বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের প্রধান, বীর মুক্তিযোদ্ধা,  সাবেক সংসদ সদস্য, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অসম সাহসী বীর মুক্তিযোদ্ধাকে হারালো।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..