Revolutionary democratic transformation towards socialism

‘অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে এটা দেশবাসী দেখতে চায় না’


‘সাধারণ জনগণের জীবন আরো দুবির্ষহ হয়ে উঠবে’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও  প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে বারো হাজার কোটি টাকা তুলে নেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে, এটা দেশবাসী দেখতে চায় না। এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুবির্ষহ হয়ে উঠবে। গ্যাসের দামসহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যহত হবে, বিনিয়োগ কমবে- কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভ্যাটের নামে অপ্রত্যক্ষ কর বাড়ানোর মধ্য

দিয়ে সাধারণ জনগণের পকেট কাটাতো স্বৈরাচারী শাসকরাই করত। তিনি প্রশ্ন করেন- জরুরিভাবে টাকার প্রয়োজন হলে বড়লোকদের উপর কেন প্রত্যক্ষ কর বসানো হচ্ছে না? যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকে কর আদায়ে কেন বিশেষ ভূমিকা নেয়া হচ্ছে না? কেন পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ ভূমিকা দেশবাসী দেখেছে না?

তিনি বলেন, অনেকদিন ধরে দেশে বেকারত্ব বেড়ে চলেছে। উচ্চ মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। সরকার এ পথে না হেঁটে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়াসহ নানা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল তা দেশবাসী প্রত্যাখ্যান করছে।

সরকারের অনেক উপদেষ্টা

এবং প্রেস সচিব বলছেন, ‘এই ভ্যাটের বৃদ্ধি জনগণের উপরে কোন প্রভাব পড়বে না, আমার হাতে আলাদিনের চেরাগ নেই।’ রুহিন হোসেন প্রিন্স বলেন, একথা বলার মধ্য দিয়ে তারা সাধারণ জনগণের সাথে রসিকতা করে চলেছে। সরকার সিন্ডিকেট ভাঙার দিকে নজর দেয় নাই। সাধারণ মানুষ মনে করছে তাদের সাথে আপোষ করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে। 

সিপিবির সাধারণ সম্পাদক সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের মেহনতি শ্রমিক-কৃষক-ক্ষেতমজুরের দিকে নজর দিন। তাদের স্বার্থে ভূমিকা নিন। অথবা জনগণ আপনাদের সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

নিত্যপণ্যের উপর ভ্যাট বৃদ্ধি, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ পরিবার কার্ড বাতিলের

প্রতিবাদে আজ ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক লূনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার প্রমুখ। 

সমাবেশে নেতৃবৃন্দ চালসহ পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি সিপিবির আহ্বানে সারাদেশে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..