Revolutionary democratic transformation towards socialism

গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্থাপিত জাতিসংঘের প্রস্তাবে মার্কিন ভেটোতে সিপিবির নিন্দা


প্যালেস্টাইনের গাজায় অবিলম্বে একটি নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিগত দিনের মতো গতকাল ২০ নভেম্বর ২০২৪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবের উপর ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২১ নভেম্বর ২০২৪ এ প্রসঙ্গে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্রই গাজায় স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। অথচ শুধু সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রই ভেটো দিয়ে যুদ্ধবিরতির বিপক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে। নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্রের মতামত, আন্তর্জাতিক রীতিনীতি চরমভাবে উপেক্ষা করে মার্কিনীদের এই ভেটো প্রয়োগ তাদের সাম্রাজ্যবাদী এবং জায়নবাদী অবস্থান নগ্নভাবে বিশ্ববাসীর সামনে আবারো প্রকাশিত হয়েছে। এই ভেটোর মাধ্যমে মার্কিন প্রশাসন আবারও প্রমাণ করলো যে, তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও মানবতা চায় না।

সিপিবি নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, প্যালেস্টাইনের গাজায় জায়নবাদী ইসরাইলী বাহিনীর বোমা হামলায় আজ পর্যন্ত ৪৪ হাজার প্যালেস্টাইনী নাগরিক শহীদ হয়েছেন। মার্কিনের এই ভেটো প্রয়োগ ইসরাইলীদের এই গণহত্যাকেই নির্লজ্জভাবে সর্মথন জোগালো। সিপিবি নেতৃবৃন্দ মার্কিনের এই বর্বর ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে জোরদার প্রতিবাদ ও প্যালেস্টাইন সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আনুষ্ঠানিকভাবে মার্কিনের এই ভেটোর নিন্দা জানানোর দাবি জানান।

২৯ নভেম্বর দেশব্যাপী সংহতি সমাবেশ

নেতৃবৃন্দ আগামী ২৯ নভেম্বর আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবসে পার্টির উদ্যোগে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
একইসাথে পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন সংহতি দিবসের আলোচনা সভা সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..