Revolutionary democratic transformation towards socialism

সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের উপস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পথসভায় ‘সমন্বয়ক’ দাবি করে হামলা


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড শাহ আলম আজ ১৩ নভেম্বর ২০২৪ এক বিবৃতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর বক্তব্য চলাকালে হামলার নিন্দা করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি ও প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে ২ দিনের

কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় তেঁতুল তলায় বেলা ১২টায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এর বক্তব্য চলাকালীন সময়ে ‘সমন্বয়ক’ দাবি করে একদল তরুণ পথসভায় হামলা চালায়।

তারা ব্যানার কর্মসূচির ফেস্টুন টেনে নিয়ে যায় এবং চেয়ার ভাঙচুর করে। সেসময় নেতাকর্মীদের উপর চড়াও হয় তারা।

তাদের এই হামলার খবর প্রশাসনকে জানানো হলে এবং হামলাকারীদের

চিহ্নিত করে তাদের ছবি দেওয়া হলেও কোনো ভূমিকার খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়ে বলা হয়- হামলা করে, হুমকি-ধামকি দিয়ে কমিউনিস্টদের আন্দোলন থেকে পিছু হটানো যাবে না।

এরপর দুপুরে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পঞ্চগড়ে ও দেবিগঞ্জে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং দেবিগঞ্জে পার্টি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..