Revolutionary democratic transformation towards socialism

আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক রাম প্রসাদ সিং-এর মৃত্যুতে সিপিবির শোক ও ক্ষোভ


বকেয়া বেতন-ভাতা পাওয়ার দাবিতে গতকাল ২৩ শে মার্চ ২০২৫ শ্রম ভবনের সামনে স্টাইল ক্রাফট লিঃ গার্মেন্ট শ্রমিক কর্মচারীদের আন্দোলন চলাকালে শ্রমিক রাম প্রসাদ সিং এর মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ২৪ মার্চ ২০২৫, সোমবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গাজীপুরের স্টাইল ক্রাফট লিঃ গার্মেন্ট এর শ্রমিকরা দীর্ঘদিন যাবত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু সরকার ও মালিকপক্ষ শ্রমিক কর্মচারীদের দাবি পূরণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সংকট ঘনীভূত। এ অবস্থার অবসান ঘটিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা জাতীয় কর্তব্য। এক্ষেত্রে সরকারকে দায়িত্বশীল আচরণ করার মধ্য দিয়ে শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার ও মালিকপক্ষ এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা না নেওয়ায় শ্রমিকদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনের মধ্যে একজন শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক-যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে স্টাইল ক্রাফটসহ সকল কারখানার শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং ঈদ বোনাস পরিশোধের জোর দাবি জানান।  নেতৃবৃন্দ বলেন, বেতন ভাতা পরিশোধ এবং ঈদ বোনাস দেওয়ার দায়িত্ব মালিকপক্ষের। এক্ষেত্রে তাদের ব্যর্থতায় যেকোনো সংকটের উদ্ভব হলে তার দায় মালিকপক্ষ ও সরকারকেই নিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..