Revolutionary democratic transformation towards socialism

যুদ্ধবিরতি লংঘন করে গাজায় ইসরাইলি গণহত্যায় সিপিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


যুদ্ধবিরতির শর্ত লংঘন করে সম্প্রতি প্যালেস্টাইনের গাজা, খান ইউনিসসহ বিভিন্ন স্থানে জায়নবাদী ইসরাইলি বাহিনীর দ্বারা পরিচালিত নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ২১ মার্চ ২০২৫, শুক্রবার, সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। প্রতিবাদ মিছিলটি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়, মুক্তিভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে রাজধানীর মূল মূল সড়ক প্রদক্ষিণ করে।

রাজধানীর পুরানা পল্টন মোড়ে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন যথাক্রমে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাড. হাসান তারিক চৌধুরী।

সমাবেশে উপস্থিত ছিলেন, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম তার বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি লংঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত এই গণহত্যা সাম্রাজ্যবাদের নগ্ন চেহারাকে আবারো উন্মোচিত করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে শতাব্দির এই নৃশংসতম হামলা সংঘটিত হয়েছে। যার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আরব সহযোগিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের জনগণ চিরকালই প্যালস্টাইনের মুক্তি সংগ্রামের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সিপিবির সাধারণ সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যুদ্ধবিরতি লংঘন করে এই হামলার মধ্যে ইসরাইলি

বাহিনী আবারো বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছে না।
 
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত ছিল অত্যন্ত কড়া ভাড়ায় এই হামলার প্রতিবাদ করা। কিন্তু কার্যতঃ সেটি হয়েছে অত্যন্ত দায়সারা প্রকৃতির। 

সিপিবির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাড. হাসান তারিক চৌধুরী বলেন, আন্তর্জাতিক আদালত ইতোমধ্যেই প্যালেস্টাইনে ইসরাইলি বাহিনীর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ডকে গণহত্যা বলে রায় দিয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার এখন বিশ্ব জনতার দাবি। সে দাবি বাস্তবায়ন করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..