বাংলাদেশের
কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক
রুহিন হোসেন প্রিন্স আজ ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার প্রদত্ত এক বিবৃতিতে
বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরাইলি
আক্রমণকে ইসরাইল-হামাস সংঘাত উল্লেখ করে রাজনাথ সিংহের প্রদত্ত বক্তব্য
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এ বক্তব্য সম্পর্কে আমরা ভারত
সরকারের কাছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছি।”
বিবৃতিতে নেতৃবৃন্দ
বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের ওই দেশের সেনাবাহিনীকে
অপ্রত্যাশিত ঘটনায় মোকাবেলায় প্রস্তুত থাকতে এবং ওই বক্তব্যে বাংলাদেশকে
উল্লেখ করে যেভাবে কথা বলা হয়েছে, যা প্রচার মাধ্যমে আমরা জেনেছি, সেটি
অগ্রহণযোগ্য।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইসরাইল-হামাস যুদ্ধ, যা
প্রকারান্তরে সাম্রাজ্যবাদের মদদে ইসরাইলের চাপিয়ে দেওয়া, ওই যুদ্ধ এবং
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সাথে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে
তুলনা করা হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ বিষয়ে ভারত সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
একইসঙ্গে ভারতের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার ও ভারতকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান নেতৃবৃন্দ।