Revolutionary democratic transformation towards socialism

সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৫ সেপ্টেম্বর ২০২৪ এক বিবৃতিতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্না দাসকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, একের পর এক সীমান্ত হত্যাকাণ্ড সংঘটিত হলেও এর কোনো প্রতিকার হচ্ছে না। যা আন্তর্জাতিক রীতি-নীতি বিরোধী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীমান্তে সরাসরি গুলি করে এ ধরনের হত্যাকাণ্ড অতীতে ঘটলেও অতীতের সরকারগুলো তাদের রাজনৈতিক সমীকরণের কারণে এর সমাধানে যথাযথ ভূমিকা নেয়নি। 

বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন এবং এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং ভারতের সাথে ঝুলে থাকা সমস্যা সমূহের সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..