Revolutionary democratic transformation towards socialism

তাঁর আদর্শের পথ ধরেই বিপ্লবী আন্দোলন এগিয়ে যাবে


মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের প্রখ্যাত নেতা, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে আজ ১৭ আগস্ট ২০২৪, শনিবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রদ্ধা জানায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক  আনোয়ার হোসেন রেজা, অনিরুদ্ধ দাশ অঞ্জন, জলি তালুকদার, কাজী রুহুল আমিন, অ্যাড. হাসান তারিক চৌধুরী, লাকী আক্তার ও ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে সুসংহত করতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে সকল অপশক্তির বিরুদ্ধেও ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো বৈষম্য করে জনগণ তা

মেনে নেবে না। শ্রমিক-মেহনতি মানুষের লড়াইকে আমাদের অগ্রসর করে নিয়ে যেতে হবে।’

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘তরুণ বয়সে শ্রমিকদের সংগঠিত করা শামছুজ্জামান সেলিম পরবর্তীকালে মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী ক্ষেতমজুরদের আন্দোলন ও বিপ্লবী পার্টি গড়ে তোলায় আত্মনিয়োগ করেছেন। জাতি তার অবদান চির শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট আদর্শের প্রতীক। তিনি হাজার হাজার তরুণকে কমিউনিস্ট আদর্শ ও আন্দোলনে উদ্বুদ্ধ করেছেন। তাঁর দেখানো আদর্শের পথ ধরেই কমিউনিস্ট পার্টি  শ্রেণি বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নেবে।’

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, জাতি তার একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। যিনি ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে মানবমুক্তির স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজতন্ত্র তথা মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নীতিনিষ্ঠ ও অবিচল থেকে প্রতি মুহূর্তে আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাবো বলেও উল্লেখ করেন কমরেড প্রিন্স।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..