Revolutionary democratic transformation towards socialism

“এই সরকারের ক্ষমতায় থাকার আর অধিকার নেই”


ছাত্র হত্যা ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি আজ ১৭ জুলাই ২০২৪ রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে।

দুপুর ১টায় ২, কমরেড মণি সিংহ সড়কের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম,

সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরনো পল্টন, প্রেসক্লাব, তোপখানাসহ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাধারণ ছাত্রদের কোটা

সংস্কারের আন্দোলন যৌক্তিক। সরকার এই যৌক্তিক সমস্যার সমাধান না করে ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের পাঠিয়ে যে নৈরাজ্যের সৃষ্টি করল এবং সর্বশেষ যে হত্যাকাণ্ড সংগঠিত করল তার দায় সরকারকে নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, এই রক্তাক্ত বাংলাদেশে ক্ষমতায় থাকার অধিকার এই সরকারের

আর নেই। নেতৃবৃন্দ ছাত্র হত্যার বিচার, গ্রেপ্তারকৃত ছাত্র নেতৃবৃন্দের মুক্তি,  মিথ্যা মামলা প্রত্যাহার ও স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার  দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, সরকার প্রধান ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের দম্ভোক্তি এই সংকট তৈরি করেছে।

নেতৃবৃন্দ আরও

বলেন, কোনোভাবেই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না একই সাথে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারী আচরণ করা যাবে না।

নেতৃবৃন্দ দেশবাসীকে ছাত্রদের ন্যায্য অধিকারের সংগ্রামের পাশে এবং সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..