Revolutionary democratic transformation towards socialism

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধাঞ্জলি


মহান স্বাধীনতা দিবসে আজ ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, সকাল সাড়ে ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাম গণতান্ত্রিক জোট। 

এ সময় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে বাম জোটের নেতৃবৃন্দ বলেন, কর্তৃত্ববাদী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..