Revolutionary democratic transformation towards socialism

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে ১০-১৬ মার্চ দেশব্যাপী সিপিবি’র বিক্ষোভ

চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য কমানো, দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি এবং ন্যায্য মূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গা, রেশনিং, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১০ থেকে ১৬ মার্চ ২০২২ দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহ পালন করবে। ১০ মার্চ জেলায় বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহের কর্মসূচি শুরু হবে।Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..