Revolutionary democratic transformation towards socialism

আগামীকাল ৩১ ডিসেম্বর থেকে সাতদিনব্যাপী কমরেড মণি সিংহ মেলার উদ্বোধন


কমরেড মণি সিংহ
আগামীকাল ৩১ডিসেম্বর কমরেড মণি সিংহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামীকাল ৩১ ডিসেম্বর, ২০১৪ থেকে ৬ জানুয়ারি, ২০১৫ পর্যন্ত সাতদিনব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’ অনুষ্ঠিত হবে। নেত্রকোণা জেলার দুর্গাপুরে অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রতিষ্ঠাতা সভাপতি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, কৃষকের স্বার্থে গড়ে উঠা টংক আন্দোলন, পাকিস্তানি শাসনামলের সাম্প্রদায়িকতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের স্বার্থের আন্দোলন, দেশে শোষণহীন সমাজ, সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে কিংবদন্তী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টামন্ডলীর সদস্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশ পুনর্গঠন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রনায়ক কমরেড মণি সিংহ স্মরণে অনুষ্ঠিত মেলায় নারী ও আদিবাসী সমাবেশ, ছাত্র-যুব প্রশিক্ষণ ক্যাম্প, লোকসংস্কৃতি উৎসব, কুটির শিল্প প্রদর্শনীসহ নানা ধরণের আয়োজনের মাধ্যমে দেশের গ্রামীণ মানুষের জীবন সংগ্রাম, হাজং সম্প্রদায়ের ঐতিহ্য ও কমরেড মণি সিংহের সংগ্রামী জীবন সকলের কাছে উপস্থাপন করা হবে। সাতদিনব্যাপী মেলার অনুষ্ঠানমালা ৩১ ডিসেম্বর, ২০১৪: সকাল ১১টায় কমরেড মণি সিংহ মেলার শুভ উদ্বোধন। উদ্বোধক: নেত্রকোণা ১ আসনের মাননীয় সাংসদ শ্রী ছবি বিশ্বাস। উদ্বোধনের পর কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল ৩টায় আলোচনা সভা। বিষয়: ‘কমরেড মণি সিংহ-জীবন ও সংগ্রাম’। ১ জানুয়ারি, ২০১৫: সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত ছাত্র ও যুব প্রশিক্ষণ এবং স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যা ৫.৩০টায় ‘কৃষক, শ্রমিক আন্দোলন ও সাম্প্রতিক প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা। ২ জানুয়ারি, ২০১৫: সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত ছাত্র ও যুব প্রশিক্ষণ এবং স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যা ৫.৩০টায় ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও কমরেড মণি সিংহ’ শীর্ষক আলোচনা সভা। ৩ জানুয়ারি, ২০১৫: সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত ছাত্র ও যুব প্রশিক্ষণ এবং স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যা ৫.৩০টায় ‘সাম্প্রতিক সমাজতান্ত্রিক আন্দোলন প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভা। ৪ জানুয়ারি, ২০১৫: সকাল ৯টায় চক্ষু শিবির। সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিকাল ৩-৫টা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। সন্ধ্যা ৫.৩০টায় ‘নজুন প্রজন্মের চোখে কমরেড মণি সিংহ’ শীর্ষক আলোচনা সভা। ৫ জানুয়ারি, ২০১৫: সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যা ৫.৩০টায় ‘আগামীর বাংলাদেশ ও নারী আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা। ৬ জানুয়ারি, ২০১৫: সকাল ১০টা থেতে ১১টা পর্যন্ত স্কুল-কলেজ পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা। দুপুর ২টা থেকে ৫টা আদিবাসী সম্মেলন। সন্ধ্যা ৫.৩০টায় সমাপনী আলোচনা অনুষ্ঠান। প্রতিদিন আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বার্তা প্রেরক অর্ণব সরকার

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..