স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মহান শহীদ কমরেড তাজুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শহীদ কমরেড তাজুল ইসলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। শহীদ তাজুলের দেখানো পথে আজও তাঁর কমরেডরা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে।
৩৭তম শহীদ তাজুল দিবসে আজ ১ মার্চ ২০২১, সোমবার পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদেনের পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কমরেড সেলিম এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, গণসংগঠন, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শহীদ তাজুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
কমরেড সেলিম বলেন, শহীদ তাজুল শ্রমিকশ্রেণির মুক্তিকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করে..বিস্তারিত
বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ-এর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তি, প্রতিবাদ মিছিলে পুলিশি হামলার বিচার এবং গ্রেপ্তারকৃত ছাত্রনেতাদের অবিলম্বে মুক্তির দাবিতে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশ থেকে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং এ আইনে কারাবন্দী সকলের মুক্তির দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন,..বিস্তারিত
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ-এর মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এক বিবৃতিতে বলে, মানুষের কণ্ঠরোধ করার ধিকৃত আইনে কারান্তরীণ লেখকের মৃত্যুতে ক্ষমতাসীনদের প্রতি মানুষের ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ সকল শোককে অতিক্রম করেছে।
বিবৃতিতে বলা হয়, লেখক মুশতাক আহমেদকে হত্যার দায় ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। গণমানুষের মতপ্রকাশের অধিকার, প্রতিবাদের ভাষা কেড়ে নিতে যে ফ্যাসিবাদী আইন বলবৎ করা হয়েছে তার নিষ্ঠুর শিকার মুশতাক আহমেদ।
বিবৃতিতে আরও বলা হয়, মুশতাক আহমেদ মতপ্রকাশের অধিকারের জন্য শহীদের মৃত্যু আলিঙ্গন করেছেন, এভাবেই ইতিহাস লেখা হবে।
বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে..বিস্তারিত
কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ-এর মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে বলেন, দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারাঅন্তরীণ লেখকের মৃত্যু কোন সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড!
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মতপ্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। বিবৃতিতে মানুষের মতপ্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী আইন প্রয়োগ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ চলমান স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী পথে দমন-পীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনতার..বিস্তারিত
প্রখ্যাত ব্যাংকার, প্রাবন্ধিক, ব্যাংক খাতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর, শিশু কিশোর সংগঠন কঁচিকাঁচার মেলার পরিচালক।
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানান।
আজ ২৪ ফেব্রুয়ারি এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একাধিক সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিনি দীর্ঘদিন দেশের ব্যাংকখাতকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ব্যাংকখাতে খেলাপি ঋণ সংস্কৃতি, দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, শিশু-কিশোর সংগঠক হিসেবে তিনি দেশের শিশুদের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের আর্থিক খাতের বিকাশ ও তা দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার..বিস্তারিত
বিশিষ্ট লেখক, সংবাদিক, প্রগতিশীল সমাজকর্মী সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম গভীর শোক জানিয়েছেন।
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১, এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবুল মকসুদ সাংবাদিক হিসেবে ছিলেন আপসহীন, লেখক হিসেবে ছিলেন নিষ্ঠাবান। তিনি পরিবেশ রক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের সামনের সারির সংগ্রামী ছিলেন। তিনি সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে ছিলেন অকুতোভয় সেনানী।
নেতৃবৃন্দ বলেন, তিনি তাঁর লেখনী ও সংগ্রামী কর্মকাণ্ডের জন্য জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
..বিস্তারিত
দুর্নীতিবাজদের গ্রেপ্তার, বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবি
বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার ও ফেরত আনা, দুর্নীতিবাজদের গ্রেফতার-বিচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ দুর্নীতি দমন কমিশন- দুদক অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
সকালে নগরীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের সম্পাকমন্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক..বিস্তারিত
খেতাব বিতর্ককে অনভিপ্রেত আখ্যায়িত করে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ১৩ ফেব্রুয়ারি সংবাদপত্রে প্রকাশের জন্য নিম্নলিখিত বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও..বিস্তারিত
গত পহেলা ফেব্রুয়ারি ২০২১, আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও পুলিশপ্রধানকে নিয়ে সম্প্রচারিত একটি প্রতিবেদন বিষয়ে বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ৪ ফেব্রুয়ারি সংবাদপত্রে প্রকাশের জন্য নিন্মলিখিত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদ মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,..বিস্তারিত
করোনা ভ্যাকসিন নিয়ে সকল ধরণের বাণিজ্য বন্ধ কর ও বিনামূল্যে সকলের জন্য করোনা ভ্যাকিসিনের ব্যবস্থা কর এ দুই দাবিতে বাম গণতান্ত্রিক জোট আজ ২৫ জানুয়ারি ২০২১, সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
পল্টন মোড়ে জামায়েত হয়ে সচিবালয়ে যাওয়ার সময় জিরো পয়েন্ট মোড়ে পুলিশ বাধা দিলে সেখানে অবস্থান করে জোটের নেতা-কার্মীরা বিক্ষোভ প্রদর্শন করে।
জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদ (মার্কসবাদী)’র আকম জহিরুল ইসলাম, ইউসিএলবি’র নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জুলহাস নাইন..বিস্তারিত
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহাসমাবেশে বোমা হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকীতে শহীদদের স্মরণে পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সামনের অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, দ্বি-দলীয় ধারার বিপরীতে বাম বিকল্প শক্তির উত্থানের মধ্য দিয়ে শহীদদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা নিবেদন করা হবে।
তিনি বলেন, ২০ জানুয়ারির পল্টন ময়দানের বোমা হামলার পর আলামত সংগ্রহ না করে সিপিবির নেতাকর্মীদের তৎকালীন আওয়ামী সরকারের পুলিশ বাহিনী লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি পুলিশ কমিশনার বলেছিলেন, এই হামলা দলের আভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে! আওয়ামীলীগের সমাবেশে ২১ আগস্টের গ্রেনেড হামলার পরও বিএনপি সরকার একই..বিস্তারিত
## বন্ধ চিনিকল খুলে দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনে সরকারের প্রতি আহ্বান
সরকারি নির্দেশে ছয়টি চিনিকল বন্ধ ঘোষণার প্রতিবাদে গত ১০-১২ জানুয়ারি ২০২১ বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধিদল বন্ধ ছয়টিসহ নয় জেলায় দশটি চিনিকল ও আখচাষ এলাকায় ঝটিকা সফর করেন। প্রতিনিধিদলের পর্যবেক্ষণ তুলে ধরার জন্যই আজ ১৭ জানুয়ারি ২০২১ পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন লিখিত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, পরিচালনা করেন ইউসিএলবি’র নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয়..বিস্তারিত
## রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন করে চালু রাখ
রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধ করে দেয়ার পর সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধ করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি বেসরকারি মালিকদের হাতে তুলে দেয়ার সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের ১০-১২ জানুয়ারি ৩ দিনব্যাপী চিনিকল বন্ধের প্রতিবাদে ঝটিকা সফর আগামীকাল শুরু হবে। এ ঝটিকা সফরে বাম জোটের নেতৃবৃন্দ কুষ্টিয়া, পাবনা, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় জেলার সরকার কর্তৃক বন্ধ ঘোষিত ৬টি চিনিকল সফর করবেন। সফরকালে নেতৃবৃন্দ চিনিকল শ্রমিক ও আখচাষিদের সাথে মতবিনিময় করবেন। সেখানে তারা গণসংযোগ ও পথসভায় অংশ নিবেন।
ঝটিকা সফরে বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলে থাকবেন জোট সমন্বয়ক ও সিপিবি প্রেসিডিয়াম..বিস্তারিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান কর্তৃক একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধের একটি অংশ ও অন্য একটি দৈনিক পত্রিকায় প্রদত্ত সাক্ষাতকারের বক্তব্য বর্তমান সরকার সম্পর্কে পার্টির দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক হওয়ায় ৫ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় তাঁকে ৬ (ছয়) মাসের জন্য উপদেষ্টাসহ পার্টির অন্যান্য দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
..বিস্তারিত
## নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রপতির প্রতি নেতৃবৃন্দ
২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে নির্বাচন কমিশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে বক্তব্য সিপিবি’র সম্পাদক আহসান হাবীব লাবলু, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান, বাসদ (মার্কসবাদী)’র আ ক ম জহিরুল ইসলাম, ইউসিএলবি’র নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি’র কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট..বিস্তারিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় সিপিবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খানের নামে প্রকাশিত একটি প্রবন্ধের একটি অংশের একটি প্যারায় এবং আরেকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন প্রকাশিত হয়েছে, তা সরকার সম্পর্কে সিপিবির দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন নয়। প্রবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত এই বক্তব্য বরং সরকার সম্পর্কে সিপিবির নীতি, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
নেতৃবৃন্দ স্পষ্ট করে জানান, পার্টি-কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইন ধরেই সিপিবি অগ্রসর হচ্ছে এবং হবে। ‘নৈশকালীন ভোটের’..বিস্তারিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ২ জানুয়ারি ২০২১, এক শোক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী, বীর মুক্তিযোদ্ধা, দেশের নারী আন্দোলনের অন্যতম নেত্রী আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আয়শা খানম পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়নের নেত্রী হিসেবে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে গণসংগ্রামে অংশ নিয়েছেন এবং ’৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশকে মুক্ত করতে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশ ও জাতি তাঁর এই ভূমিকাকে চিরদিন স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ বলেন, নারীনেত্রী আয়শা খানম ছাত্র জীবনের পরবর্তী পুরো সময়টা এদেশের নিপীড়িত নারীদের মুক্তির লক্ষ্যে নিবেদিত ছিলেন। এদেশের নারীমুক্তি আন্দোলনের ইতিহাসে..বিস্তারিত
আজ ৩১ ডিসেম্বর ২০২০, পোস্তাগোলা শশ্মানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে এবং সকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকেলে সিপিবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগ কমরেড মণি সিংহ স্মরণে ভার্চুয়াল সভায় উপরোক্ত বক্তব্য প্রদান করা হয়।
পোস্তাগোলা শশ্মানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাজেদুল হক রুবেল, পার্টি সূত্রাপুর থানার সভাপতি আবু তাহের বকুল, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, যুব নেতা গোলাম রাব্বী খান, নুরুল ইসলাম গাজী প্রমুখ।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বিকেলে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি’র উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান..বিস্তারিত
### ৬ জানুয়ারি নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘোষণা
২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে দিনের ভোট রাতে করে অবৈধভাবে পুনঃক্ষমতাসীন আওয়ামী সরকারের পদত্যাগের দাবিতে আজ ৩০ ডিসেম্বর ২০২০, বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে দেশব্যাপী ‘কালো দিবস’ পালিত হয়। দুই বছর পূর্বে এই দিনে ভোট ডাকাতির মাধ্যমে যে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার প্রতিবাদে আজ ঢাকাসহ সারাদেশে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রহসনের নির্বাচনের মাধ্যমে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল এবং প্রহসনের সেই নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ ও জনসমর্থনহীন সংসদ গঠিত হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে বর্তমান সরকার। অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের..বিস্তারিত
আজ ২৫ ডিসেম্বর ২০২০, শুক্রবার সকালে বাম গণতান্ত্রিক জোটের ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ এর প্রচার চালানোর সময় তেজগাঁয়ের নাখালপাড়া রেলগেইট এলাকায় শ্রমিকলীগের হামলা ও পুলিশের বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দুই বছর পূর্তিতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫ ডিসেম্বর সকাল ১১টায় নাবিস্কো মোড় থেকে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, তেজগাঁও থানা কমিটির নেতা শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, সাধারণ..বিস্তারিত